প্রকাশ পেল জ্ঞানানন্দ মহারাজের শুদ্ধ গীতাপাঠ অ্যালবাম

প্রকাশ পেল জ্ঞানানন্দ মহারাজের শুদ্ধ গীতাপাঠ অ্যালবাম

উদ্বোধন হয়ে গেল আচার্য জ্ঞানানন্দ মহারাজের ( Acharya Jnanananda Maharaj ) বিশুদ্ধ ছন্দ ও সংস্কৃত সঠিক উচ্চারণে পাঠকৃত শ্রীমদ্ভগবতগীতা অ্যালবাম। এটি আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের একটি নতুন প্রয়াস।

গত ২০শে জানুয়ারী ২০২২ খ্রিঃ তারিখে ভারতের আসামে শঙ্কর মঠ ও মিশনের শিলচর শাখায় এই অ্যালবাম উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন  শঙ্কর মঠাধীশ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো অন্যান্য সন্তসহ অ্যালবামটির পাঠক আচার্য জ্ঞানানন্দ মহারাজ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের উদ্ধোধক শঙ্কর মঠাধীশ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, " শুদ্ধ গীতাপাঠ অ্যালবামটির মাধ্যমে শুদ্ধভাবে গীতাপাঠ করার এক নতুন জাগরণ সৃষ্টি হবে। "

এই অ্যালবামটি শঙ্কর মঠের ভারত ও বাংলাদেশের বিভিন্ন শাখায় পাওয়া যাচ্ছে।

Post a Comment

0 Comments