বিশ্বশান্তি গীতাযজ্ঞ, হরিনাম সংকীর্তন ও পাল্টা কীর্ত্তন


 

ঔঁ তৎ সৎ শুভ নমস্কার। "অনুষ্ঠান-সূচী" ১৪ ই জানুয়ারী ২০২৩ রোজ-শনিবার 

 

১।ব্রাহ্মমুহূর্তে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং শ্রীমৎ স্বামী বিমলানন্দ পুরী মহারাজ এর শ্রুতিমধুর পবিত্র চন্ডিপাঠের মধ্য দিয়ে ২৬ তম সার্বজনীন শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠানের মাঙ্গলিক আয়োজন প্রারম্ভ হবে। ২। শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ এবং বিভিন্ন মঠ মন্দির থেকে আগত মহারাজ বৃন্দের আগমন ও আসন গ্রহন এবং তাঁদের বরণ অনুষ্ঠান। ৩। বিশ্বশান্তির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ প্রারম্ভ ও গীতাপাঠ। ৪। দুপুর ০১ টায় ভোগারতি ও আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ। ৫। বিকাল বেলায় মহতী শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠানের আহুতি দান ও সমবেত প্রার্থনা। ৬। পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭। মহা হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস কীর্ত্তন। ১৫ ই জানুয়ারী ২০২৩ রোজ-রবিবার ৮। ব্রাহ্মমুহূর্ত থেকে মহা হরিনাম সংকীর্তন প্রারম্ভ। ৯।দুপুর ১২০১টায় ভোগারতি ও আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন। ১০। গোধূলি লগ্নে মহা হরিনাম সংকীর্ত্তনের পূর্ণাহুতি ১১। ধর্মীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২। শ্রুতিমধুর মনোজ্ঞ পাল্টা কীর্ত্তন। উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত

Post a Comment

0 Comments