লাখাই উপজেলা প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক স্বেচ্ছায় পদত্যাগ করায় মালাউন বলে দেখে নেওয়া হুমকি

 হুমকি দাতা রফিকুল ইসলাম  এর ছবি



লাখাই (হবিগঞ্জ)    প্রতিনিধিঃ লাখাই উপজেলা প্রেসক্লাব থেকে দুই সাংবাদিক স্বেচ্ছায় পদত্যাগ করায় লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা  রফিকুল ইসলাম এক সাংবাদিককে মোবাইল ফোনে মালাউন বলে দেখে নেওয়ার হুমকি প্রদান করেছেন। লাখাই উপজেলা প্রেসক্লাব থেকে পদত্যাগকারী দুই সাংবাদিক হলেন হবিগঞ্জ সময় পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি সূর্য রায় ও দৈনিক স্বদেশ বার্তা পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি সানি চন্দ্র বিশ্বাস। গত রবিবার বিকালে দুই সাংবাদিক সিদ্ধান্ত নেয় যে তারা স্বেচ্ছায় লাখাই উপজেলা প্রেসক্লাব থেকে পদত্যাগ করবেন। সূত্রে জানা যায় যে দুই সাংবাদিকের পদত্যাগের খবর পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রফিকুল ইসলাম সোমবার বিকালে সানী চন্দ্র বিশ্বাস কে ফোন দিয়ে বলেন আদাব দিবে পরে, তুই এই কাজ টা করলে কিতা, তুই আমরারে কইয়া গেলে না, তুই পেপারে দিলে কারে জিগাইয়া,জিব্বা কাইটা দিমু মালাউনের বাচ্চা,এই মালাউনের বাচ্চা পেপারে দিলে কেরে? এই থাকিস তুই লাখাই, লাখাই আছস নি তুই, থাকিস লাখাই, আমি লাখাই আইতাছি বলে রেগে ফোন কেটে দেয় তিনি। সূর্য রায় বলেন আমার জানা মতে আবুল কাশেম, রফিকুল ইসলাম, আব্দুল মতিন ও আব্দুল হান্নান জামাত শিবির করেন। তারা প্রতি মাসেই নানা অজুহাতে প্রেসক্লাবের জন্য চাদা দাবি করেন। তাই আমি স্বেচ্ছায় লাখাই উপজেলা প্রেসক্লাব থেকে পদত্যাগ করেছি। উল্লেখ্য, লাখাই উপজেলায় দুটি প্রেসক্লাব রয়েছে এর একটি সর্বাধিক পুরনো এবং গ্রহণযোগ্য লাখাই প্রেসক্লাব এবং নতুন স্থাপিত লাখাই উপজেলা প্রেসক্লাব।  এ ব্যাপারে জানতে রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি হুমকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি পাওনা টাকার জন্য হুমকি দিয়েছি। 


Post a Comment

0 Comments