বগুড়া শ্রীশ্রী বাসন্তি পুজার রাম নবমি অনুষ্ঠিত

 


বগুড়া প্রতিনিধিঃ করোনা কালিন সময়ে যথেষ্ট স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে অনুষ্ঠিত হচ্ছে শ্রীরাম চন্দ্রের সমের যজ্ঞ শ্রীশ্রী বাসন্তি পুজা ৷ বগুড়া সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের কর্পুর হাট সাহা পাড়ায় ৭ই বৈশাখ বুধবার রাম নবমি অনুষ্ঠিত হয়েছে ৷

গত ৪ই বৈশাখ রবিবারে ষষ্ঠি পুজার মধ্য দিয়ে শ্রীশ্রী বাসন্তি পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে আজ রাম নবমি পুজা অনুষ্ঠিত হলো ৷এবার দেবি আগমন করেন গজে এবং বিজয়া দশমিতে দেবি গমন করবেন দোলায় চড়ে ৷ পুজা উপলক্ষে যদিও কোন রকম আনন্দ উদ্দিপনা ছিলনা ওই গ্রামে ৷মন্দিরের সভাপতি শ্রী গোপাল চন্দ্র সাহা এবং সাধারন সম্পাদক শ্রী মনোরঞ্জন সাহা প্রতিনিধিকে বলেন,গত বছর প্রতিমা তেরী করেও পুজার আগে মহামারী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আর পুজা করা হলো না ৷ 

ওই প্রতিমা রেখেছিলাম সেটিই মেরামত সহ কারুকার্য করে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে সেই অবকাঠামোতেই শ্রীশ্রী বাসন্তি মায়ের পুজা অর্চনা করছি আমরা কিন্তু দুর—দুরান্ত থেকে কোন ভক্ত না আসায় এবারেও আনন্দ হলো না ৷পুরহিত শ্রী সাধন চক্রবর্তি বলেন,করোনা কালিন সময়ে মায়ের কাছে পুজা নিবেদন করে একটি প্রার্থনাই করেছি মা তুমি বিশ্বের সবাইকে এই মরনব্যধি থেকে নিরাপদে রাখো ৷

এ সময় উপস্থিত ছিলেন সরকারি এপিপি ত্র্যাডভোকেট রিতাশ চন্দ্র রায় ও তার সহধর্মিনী শ্রীমতি লাবনী সিংহ,সনাতন টিভির জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র স্বর্নকার তার সহধর্মিনী পুনিমা রানী, শিক্ষক শ্রী গৌতম চন্দ্র সাহা,নিরাঞ্জন সাহা,পার্থ সাহা,অনিল সাহা,গোবিন্দ সাহা,নিমাই সাহা,চিত্ত সাহা,উজ্জল সাহা প্রমুখ ৷

Post a Comment

0 Comments