চলো মানুষ হই ( অজয় দাশগুপ্ত )



সিংহ হৃদয় বাঙালি অাজ
দশাচক্রে ইঁদুর
টার্গেট তাই শাড়ী বোরকা
মায়ের ললাট সিঁদুর।

 

ঠেকতে ঠেকতে দেয়ালে পিঠ
বদলে গেছে দোস্ত
খাসী মুরগীর মাংস হলেও
গরুর বেলায় গোশত।

 

তৃষ্ণা মেটায় এক পানীয়
তবুও কৌতুহল
পানের অাগে জানতে হবে
পানি না কি জল?

 

কেউ ডাকেন আম্মা বলে
কারুর মুখে মা
প্রণাম কিংবা কদমবুসি
দুটো ই কিন্তু পা।

 

যিনি বাবা আব্বা তিনিই
দু জনই এক পিতা
দিন শেষে কেউ কবরে যায়
কারো জন্য চিতা।

 

কোরান গীতা ত্রিপিটকে
পবিত্র পাঠ স্বর
আল্লাহ থাকেন মসজিদে অার
মন্দিরে ঈশ্বর।

 

এক ভাষাতেই কথা বলা
এক কবিতা গান
এক জাতিতে জন্মে তবু
হিন্দু মুসলমান।

 

বেড়ে ওঠা সাথে থাকায়
বৃক্ষ এবং লতা
তবু কেন খাচ্ছে গিলে
সাম্প্রদায়িকতা?

 

ধর্ম ধর্ম করছে যারা
অাচরণ ও মুখে
তাদের বলি, ধর্ম থাকে
চোখের জলে বুকে।

 

ধর্ম ভুলে তোমরা যারা
হিংসাতে সব মাতো
খাদ্য পোশাক অাচরণে
ধর্ম থাকে না তো।

 

বুকে বুকে বুক বেঁধে হও
বাংলার সন্তান
সবাই মানুষ হিন্দু বৌদ্ধ
মুসলিম খৃষ্টান।

Post a Comment

0 Comments