রাউজানে ভূমিদৃশ্যর কবল থেকে শ্মশান ও শ্মশান ঘাট উদ্ধার

 


 প্রতিনিধি তরুণ বিশ্বাস 

১৭ মার্চ রবিবার সকাল ১০ ঘটিকার সময় রাউজান উপজেলার গহিরা বড়পোলস্হ এলাকার তৎকালীন জমিদার স্বর্গীয় বাদল সরকারের স্মৃতি বির্জরিত শ্মশান ও শ্মশান ঘাট শত বছরের ও আগে নির্মিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের যুদ্ধের সময় পরিবার নিয়ে ভারতের চলে যাওয়ার কারণে তারই রেখে যাওয়া কয়েক বিঘা জায়গা জমি ভিটা,জমি,পুকুর ও সৎকার করার জন্য শ্মশান ও  শ্মশানঘাট এলাকার ভূমিদৃশ্যরা দখল করে নেয়।

উত্তর চট্টগ্রামের উন্নয়ন ও সামাজিক রুপকার সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরীর সহযোগিতায় এলাকার প্রার্চীন সামাজিক সংগঠন সর্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির সদস্যদের উপস্থিতিতে উত্ত শ্মশানের জায়গা উদ্ধার করা হয়। সমিতির সদস্যদের দাবী স্বর্গীয় বাদল সরকারের অবশিষ্ট সম্পত্তি উদ্ধার করে সর্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির তত্ত্বাবধানে পরিচালিত করার জন্য সংসদ সদস্যের প্রতি আবেদন জানান।

Post a Comment

0 Comments